আফগানিস্তানে ভূমিকম্পে বিধ্বস্ত পরিবারের জন্য ত্রাণ মানবিক সহায়তা হিসেবে ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমান বাহিনীর একটি সি১৩০ কার্গো উড়োজাহাজে এই ত্রাণ পাঠানো হয়।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে শুষ্ক খাদ্য (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ) ওষুধ, কম্বল এবং তাবু টানানোর সামগ্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হবে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানোর পর তা আফগানিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হবে।
ভূমিকম্প সৃষ্ট আকস্মিক এ দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুন ভোরে ঘুমিয়ে থাকা আফগান নাগরিকদের ওপর আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার প্রবল ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন।
অর্থসূচক/এইচডি/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.