পাকিস্তানের সাবেক মন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের সাবেক মন্ত্রী বাবর খান ঘৌরিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দুবাই থেকে দেশটির করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি টাইমস।

পুলিশ জানায়, পাকিস্তানের সাবেক মন্ত্রী ঘৌরির বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলা রয়েছে। ঘৌরি দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দরে ছুঁটে যায়। করাচি বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টায় নামলে সেখান থেকে তাকে আমরা আটক করি। তিনি এখন কাস্টডিতে আছেন। তাকে পরদিন (৬ জুলাই) আদালতে নেওয়া হবে।

এদিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য করাচির পৃথক পৃথক জেলার বিভিন্ন গোয়েন্দা বিভাগ আদেশ দিয়েছেন। পুলিশি সূত্রে জানা গেছে, ঘৌরি বিগত কয়েক ধরে দুবাইতে বসবাস করছিলেন, সপ্তাহ খানেক আগে দেশে ফেরার জন্য তিনি টিকিট কেনেন। তারপর দেশে ফিরলে তাকে আটক করা হয়। তবে তার ভ্রমণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.