কেন্দ্রীয় ব্যাংকের টেকসই রেটিং পেলো ইবিএল

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডকে (ইবিএল) শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের নিকট স্বীকৃতি ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

টেকসই অর্থায়ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং-এই ৪টি সূচকের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এই রেটিং নির্ধারণ করেছে। ২০২১ এর টেকসই রেটিং-এ মোট ১০টি ব্যাংক এবং ৫টি নন- ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

অর্থসূচক/এইচডি/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.