মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার
রাজধানীর কলাবাগান থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব এ বিষয়ে ব্রিফ করবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমিনুল হককে মৃত্যুদণ্ড দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রামের আলীনগর গ্রামের রজব আলীর বিরুদ্ধে একাত্তরে অষ্টগ্রাম থানা এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে।
অভিযোগপত্রে বলা হয়, দেশ স্বাধীন হওয়ার সময় মুক্তিযোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন রজব। ১৯৭২ সালে তার বিরুদ্ধে দালাল আইনে তিনটি মামলা হয়েছিল, যাতে তার যাবজ্জীবন সাজা হয়। কিন্তু দালাল আইন বাতিলের সুযোগে ১৯৮১ সালে রজব ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.