প্রিমিয়ার সিমেন্টের নতুন ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ভার্টিক্যাল রোলার মিলে (ভিআরএম) বাণিজ্যিক উৎপাদন শুক্রবার (১ জুলাই) শুরু হবে। এটি কোম্পানির নতুন উৎপাদন ইউনিট।

বৃহস্পতিবার (৩০ জুন) অনুষ্ঠিত প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদের সভায় বাণিজ্যিক উৎপাদন শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বিশ্বখ্যাত সিমেন্ট প্ল্যান্ট প্রস্তুতকারী কোম্পানি ডেনমার্কের এফএল স্মিথ প্রিমিয়ার সিমেন্টের ওই ভিআরএম সরবরাহ করেছে। এটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানিটির মোট সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বেড়ে তিনগুণ হবে।

বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট মিলসের দৈনিক উৎপাদনক্ষমতা ৮ হাজার মেট্রিক টন। ভিআরএম চালুর পর আরও ১৭ হাজার ৫২০ টন সিমেন্ট উৎপাদনের ক্ষমতা যুক্ত হবে কোম্পানিটিতে। তাতে মোট উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৫২০ মেট্রিক টন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.