নতুন সিএমএসএমই ক্লাস্টারে অর্থায়ন এমটিবি’র

আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সাভারের হেমায়েতপুরে ভাকুর্তার গহনা নির্মাতা উদ্যোক্তাদের প্রথম বারের মতো ব্যাংক ঋণের আওতায় এনেছে। সেই সঙ্গে তাদের হাতে চেক হস্তান্তরের মাধ্যমে নতুন ক্লাস্টারে অর্থায়নের সূচনা করেছে।

গতকাল (২৭ জুন) রাজধানীর এমটিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমটিবি’র পক্ষ থেকে উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক হস্তান্তর করেন গৌতম প্রসাদ দাস, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং মো. খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস।

এ সময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হন এবং তিনি এই ক্লাস্টারের উদ্যোক্তাদের উন্নয়নে এমটিবির কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে সৈয়দ মাহবুব মোর্শেদ, হেড অব বিবিডি ২, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই সহ এমটিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ভাকুর্তা দেশের সর্ববৃহৎ ইমিটেশন গহনা সরবরাহকারী ক্লাস্টার।

অর্থসূচক/এইচডি/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.