ভবন নির্মাণে বেশি ব্যয়ের অভিযোগঃ বিএসইসিতে আছিয়া সি ফুডস’র ব্যাখ্যা

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আছিয়া সি ফুডস ভবন নির্মাণে বেশি ব্যয় দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সঠিক কি না তা খতিয়ে দেখতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২২ জুন) বিএসইসির আলোচিত বিষয়ে নিজেদের ব্যাখ্যা জমা দিয়েছে কোম্পানিটি। কোম্পানির সিএফও স্বপন কুমার সাহা অর্থসূচককে বলেন, এই অভিযোগটি আসলে বিএসইসির নয়, কিছু মিডিয়ার তৈরি এই অভিযোগ, যা সঠিক নয়। তারা বিষয়টি না বুঝে ভুলভাবে ব্যাখ্যা করেছে।

তিনি বলেন, একটা বিল্ডিং একদিনে তৈরি হয় না। দীর্ঘ ২৫ বছর ধরেই এই বিল্ডিংয়ে ব্যয় করা হচ্ছে। সর্বশেষ পুঁজিবাজার থেকে আইপিও উত্তোলনের মাধ্যমেও ভবন নির্মাণে ব্যয়ের কথা বলা হয়েছে। এর মানে এই না যে, পুঁজিবাজার থেকে যে ১২ কোটি টাকা ভবন নির্মানে ব্যয়ের কথা বলা হয়েছে, সেটা বিগত বছরেই করা হয়েছে। তিনি আরো বলেন, এখানে ব্যয় বেশি দেখানো হয় নি। যা বাস্তব, তাই দেখানো হয়েছে। এই বিষয়টি আমরা বিএসইসিকে জানিয়েছি।

এর আগে, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, আছিয়া সি ফুডস ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয় দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। চিঠিটি গতকাল মঙ্গলবার (২১ জুন) পাঠানো হয়েছে। তবে চিঠিতে স্বাক্ষরের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২০ জুন)। তিন কার্যদিবসের হিসাবে, ব্যাখ্যার জবাব দেওয়ার শেষ তারিখ আগামীকাল বৃহষ্পতিবার (২৩ জুন)। একদিন আগেই জবার দিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের বিকল্প পদ্ধতি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করছে প্রতিষ্ঠানটি।

বিএসইসি’র চিঠিতে বলা হয়েছে, ভবন তৈরিতে কারসাজি হয়েছে এমন অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে কোম্পানিটিকে ভবন নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, আছিয়া সি ফুডসের ২৭ হাজার ২৩ স্কয়ার ফিটের ভবন রয়েছে। পুরাতন ভবন সত্ত্বেও এটি নির্মাণে (জমি ছাড়া) ১২ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৬৮১ টাকা ব্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রতি স্কয়ার ফিট ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ৪৭২ টাকা। যা কোনভাবেই বাস্তবসম্মত নয়।

প্রসঙ্গত, চলতি বছর ১০ টাকা মূল্যের এক কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এসএমই প্ল্যাটফর্মে কিউআইওর মাধ্যমে আছিয়া সি ফুডসকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে গত ১৯ জুন থেকে আবেদন নেওয়া শুরু করেছে কোম্পানিটি। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) আবেদন নেওয়ার শেষ দিন।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ কোম্পানিটি যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.