সিলেটে বন্যাদুর্গতদের পাশে ‘স্বপ্ন’

সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে বন্যার পানিতে। প্লাবিত হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা। ত্রাণের আশায় মহাসড়কের দিকে তাকিয়ে আছে বানভাসি হাজারো মানুষ।

এমন অসহায় বন্যাদুর্গতদের জন্য শুকনা খাবার, পানি এবং ওষুধ নিয়ে হাজির হয়েছে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

ত্রাণ নিতে আসা সামিন নামের একজন জানান, বন্যায় বাড়ি ঘর সব ডুবে গেছে। খাবারের অভাবে আগের দিন রাত থেকে কিছু খায়নি সে সহ তার পরিবার। খাওয়া যাচ্ছে না পানিও।

সিলেটের সুনামগঞ্জ, ছাতক, দোলার হাওরের চেচান স্কুল, সেনুপর, চান্দের বাড়ি, ভোলাগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রামে ত্রাণ সহায়তা দিচ্ছে স্বপ্ন’র কর্মীরা।

এ সময় ত্রাণ সহায়তার কাজে স্বপ্ন’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, স্বপ্ন’র হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব এমপ্লয়ি ওয়েলফেয়ার ডা. সোহেল মঈনউদ্দিন শৈবাল, মিজানুর রহমান লিটন, জি.এম, কর্পোরেট অ্যাফেয়ার্স, মুহাম্মদ তামিম খান, এ.জি.এম, কর্পোরেট অ্যাফেয়ার্স, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব, স্বপ্ন’র রিজিওনাল ম্যানেজার অব অপারেশন আজিম উদ্দিনসহ প্রমুখ।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.