বন্যার্তদের পাশে তিতুমীর কলেজ আর্ট ক্লাব

মামুনূর রহমান হৃদয়, তিতুমীর কলেজ থেকে: দেশের সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলায় প্রায় ৩০ লাখ মানুষ বন্যার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এরূপ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাড়াঁতে নিজ হাতে আঁকা নানা প্রদর্শনীর আয়োজন করেছে তিতুমীর কলেজ আর্ট ক্লাব।

মঙ্গলবার ( ২১ জুন ) কলেজটির বিজ্ঞান ভবনের নিচে উক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

তিতুমীর কলেজ আর্ট ক্লাবের আয়োজকরা বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য আমরা এখানে প্রদর্শনীর আয়োজন করেছি। দেওয়ালে টাঙানো প্রতিটি ছবি ও ক্রাফট আমাদের নিজেদের হাতে বানানো। এই প্রদর্শনীগুলো বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ বন্যার্তদের কল্যাণে ব্যয় করা হবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.