পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজের আর্টিফিশিয়াল কোয়ার্টজ প্রডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। আজ ২০ জুন কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সফলভাবে গত ১৬ জুন আর্টিফিশিয়াল প্রডাক্ট ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন সম্পন্ন করেছে। এরপর আজ ২০ জুন থেকে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার আজ সর্বেশেষ ৬৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হচ্ছে।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.