বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌবাহিনী, হেলিকপ্টার ও ক্রুজ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকে আশ্রয়ের খোঁজে এদিক-ওদিক ছুটছেন। গবাদি পশু ও ঘরের জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

এদিকে বন্যায় আটকে পড়াদের উদ্ধারকাজে নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হচ্ছেন। তাদের সঙ্গে থাকছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ।

শনিবার (১৮ জুন) সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান জানান, নৌবাহিনীর সদস্যরা চলে এসেছেন। ৩৫ জনের একটি ডুবুরিদলও কাজ শুরু করেছে। বিকালে ৬০ জনের আরেকটি বড় দল আসবে। কোস্ট গার্ডের দুটি ক্রুজ দুপুরের পর আসবে। একটি সুনামগঞ্জ যাবে এবং আরেকটি সিলেটে উদ্ধার কাজে নিয়োজিত হবে। এছাড়া বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরও জানান, নৌ বাহিনীর একটি দল জালালাবাদ ইউনিয়নে কাজ করছে এবং একটি দল কোম্পানিগঞ্জের দিকে রয়েছে। এর আগে শুক্রবার (১৭ জুন) দুপর থেকে সিলেটে উদ্ধার অভিযান শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। তারা সিলেট সদর, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট সীমান্তবর্তী এলাকায় বন্যার পানিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে সিলেটের প্রধান নদী সুরমার কানাইঘাট ও সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.