বুধবার কুমিল্লা সিটিসহ ৬ পৌরসভায় ব্যাংক বন্ধ

নির্বাচন উপলক্ষে কুমিল্লায় নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা আগামী বুধবার (১৫ জুন) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ওই দিন কুমিল্লা সিটি করপোরেশন, ৬টি পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন ওইদিন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এক সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ৬টি পৌরসভা (গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেট জেলার বিয়ানীবাজার, রাঙামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর জেলার মেহেরপুর, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ), উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

এ উপলক্ষে ১৫ জুন ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা-উপশাখা থাকলে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.