থেমেছে এসএমই বোর্ডের পাগলা ঘোড়া

পাগলা ঘোড়ার মতো ছুটছিল স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডের কোম্পানিগুলো। কোনো কারণ ছাড়াই টানা বাড়ছিল এ বোর্ডের কোম্পানিগুলোর শেয়ারের দাম। গত সপ্তাহে একাধিক দিন এই বোর্ডের শতভাগ কোম্পানির দাম বেড়েছে। একদিনে একাধিক কোম্পানির শেয়ারের দাম সার্কিটব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছিল। তবে কিছুটা স্বস্তি ছড়িয়ে অবশেষে মূল্যসংশোধন হয়েছে ভয়ানক হয়ে উঠতে থাকা এই বাজারে।

আজ সোমবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে শতভাগ কোম্পানি শেয়ারের মূল্য হারিয়েছে। সূচক কমেছে ৮ দশমিক ০৮ শতাংশ। সূচকটি ১১৭ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩৩২ দশমিক ৮০ পয়েন্ট হয়েছে।

এই  বোর্ডে তালিকাভুক্ত ১১ কোম্পানির মধ্যে ১১টিরই শেয়ারের দাম কমেছে আজ। এসব শেয়ারের দাম সর্বনিম্ন ৪ দশমিক ৭২ শতাংশ থেকে সর্বোচ্চ ৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কমেছে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে আজ শেয়ারের সর্বোচ্চ দর হারিয়েছে ওয়ান্ডারল্যান্ড টয়জ, যার পরিমাণ ৯ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন দর কমেছে স্টার অ্যাডহেসিভের, যার পরিমাণ ৪ দশমিক ৭২ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে মামুন এগ্রোর শেয়ারের দাম ৯ দশমিক ৭৩ শতাংশ, মোস্তফা মেটালের দাম কমেছে ৯ দশমিক ৫৮ শতাংশ,  ওরিজা এগ্রোর ৯ দশমিক ৪০ শতাংশ, এপেক্স ওয়েভিংয়ের ৮ দশমিক ৮ দশমিক ৩৬ শতাংশ, বেঙ্গল বিস্কুট ৮ দশমিক ১০ শতাংশ, কৃষিবিদ সিডের শেয়ারের দাম ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। অন্যদিকে নিয়ালকো অ্যালয়েজের শেয়ারের দাম ৬ দশমিক ৩২ শতাংশ, মাস্টার ফিড এগ্রোর ৬ শতাংশ এবং কৃষিবিদ ফিডের ৫ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.