মুস্তাফিজের ৩ উইকেট, প্রস্তুতি ম্যাচ ড্র

অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ অনুমেয়ভাবেই ড্র হয়েছে। দ্বিতীয় দিনে ১০৯ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়রা তৃতীয় দিনে এসে ৪৯ রানের লিড পেয়েছে। ৮ উইকেটে ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা।

২০১ রানে শেষ দিন শুরু করে ক্যারিবীয়রা। আগের দিনের অপরাজিত ওপেনার জেরেমি সলোজানো ফিরে যান ৯২ রান করে। প্রেস্টন ম্যাকসুইন অপরাজিত থাকেন ৫০ রান করে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন বল করেননি মুস্তাফিজুর রহমান। অ্যালান ডোনাল্ডের সঙ্গে প্রথমবারের মতো ডিউক বলে অনুশীলন করেন তিনি। সেই অনুশীলন যে কাজে লেগেছে সেটা এ দিন দেখিয়েছেন মুস্তাফিজ। ৩৪ রান খরচায় তিন উইকেট তুলে নেন তিনি। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন কারিয়াহ, সোলজানো এবং লুইসকে।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১৬২ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে তাই ব্যাটিংয়েই নামেননি তিনি। এ দিন ব্যাট করতে নামতে দেখা যায়নি প্রথম ইনিংসে ৫৪ রান করা নাজমুল হোসেন শান্তকেও।

ইনিংস উদ্বোধন করতে নামেন মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় ব্যাটিংয়ে প্রস্তুতি সারতে ওপেনিংয়ে নেমেছিলেন মুমিনুল। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ১৬ বলে ৪ রান করে রান আউট হয়েছেন মুমিনুল। তিন নম্বরে শান্তর জায়গায় নেমেছেন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি ভালো হয়েছে তার। ড্র মেনে নেয়ার আগ পর্যন্ত ৩২ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। প্রথম ইনিংসে ভালো না করা জয় অপরাজিত ছিলেন ৯ রানে। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৪৭ রান করে বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.