খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেন: ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেন, তাঁর এনজিওগ্রাম করা হয়েছে, মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে; সরকার অনুমতি দিলে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে : ডা. এ জেড এম জাহিদ

শনিবার (১১ জুন) সকাল ৯টার দিকে সংবাদমাধ্যমেকে তিনি এ তথ্য জানান।

শুক্রবার (১০ জুন) রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা হাসপাতালে ছিলেন।

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডা. জাহিদ বলেন, ‌আমি একজন ডাক্তার হিসেবে বলতে চাই ওনার (খালেদা জিয়া) অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয়। যেকোনো সময় যেকোনো দিকে টার্ন নিতে পারে। বর্তমানে তিনি ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে থাকবেন। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.