৯ ব্যাটারের হাফ সেঞ্চুরিতে বেঙ্গলের বিশ্বরেকর্ড

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বিশ্বরেকর্ড গড়ল বেঙ্গল। ঝাড়খাণ্ডের বিপক্ষে বেঙ্গলের প্রথম ৮ ব্যাটার পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তাতে ১২৯ বছরের প্রথম শ্রেণির রেকর্ড ভেঙেছে ভারতের দলটি। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ ব্যাটারের হাফ সেঞ্চুরির কীর্তি গড়েছে বেঙ্গল।

তৃতীয় দিনের লাঞ্চ থেকে ফিরে প্রথম বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বেঙ্গলের সায়ান মণ্ডল। দলটির অষ্টম ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তাতে অস্ট্রেলিয়ার ১২৯ বছরের রেকর্ড ভেঙে দেয় বেঙ্গল।

১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে গিয়ে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার আট ব্যাটার। যদিও সেটা প্রথম ৮ ব্যাটার নয়। বেঙ্গলের প্রথম আট ব্যাটার হাফ সেঞ্চুরি করায় নতুন রেকর্ড গড়েছে বেঙ্গল।

এদিন অবশ্য এক ইনিংস সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে ভারতের দলটি। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন বেঙ্গলের ৯ ব্যাটার। যার শুরুটা হয়েছিল অভিমন্যু ইশ্বরন ও অভিষেক রমনের ব্যাটে।

২৫ ওভারে ৮৮ রান তোলার পর ৪১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরেছিলেন রমন। যদিও পরবর্তীতে ফিরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর একে একে হাফ সেঞ্চুরি পেয়েছেন সুদীপ কুমার, অনুস্তুপ মজুমদার, মনোজ তিওয়ারি, অভিষেক পোরেল, সায়ান এবং শাহবাজ আহমেদ। নবম ব্যাটার হিসেবে মাত্র ৫৩ রান করেন আকাশ দীপ। তাতেই সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড নিজেদের করে নেয় বেঙ্গল। দলটির হয়ে সবচেয়ে ১৮৬ রানের ইনিংস খেলেছেন সুদীপ। এ ছাড়া অনুস্তুপের ব্যাট থেকে এসেছে ১১৭ রান। বেঙ্গল ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৭৭৩ রানে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.