উইকেটকিপিংয়ে সাফল্য পেতে পান্তের ৩ পরামর্শ

ক্রিকেটে একজন উইকেটরক্ষক-ব্যাটার লম্বা সময় ধরে উইকেটের পেছনে থাকেন। প্রত্যেকটা বলেই তাকে মনযোগী হতে হয়। শুধু তাই নয় আধুনিক ক্রিকেটে ব্যাট হাতেও দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয় তাদের। মূলত একজন উইকেটরক্ষকের মধ্যে তিনটি গুণ থাকা আবশ্যিক বলে মনে করেন ঋষভ পান্ত।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পান্তের। শারীরিক গড়নে খুব বেশি ফিট না হলেও উইকেটের পেছনে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ। এমনকি রানিং বিটুইন দ্য উইকেটেও বেশ তৎপর এই উইকেটরক্ষক-ব্যাটার।

পান্ত বলেন,‘সব সময় তৎপর থাকার গুণটা থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে উইকেটকিপিং করতে হয়, তৎপর থাকলে সেটি কাজে লাগে। আরেকটি বিষয়, বলটা শেষ পর্যন্ত দেখতে হয়। অনেক সময় হয় কী, উইকেটরক্ষকরা নির্ভার হয়ে পড়েন, কারণ, বল আসছে এবং কোন দিক দিয়ে আসছে, সেটা তাদের জানা থাকে। তাই ধরার আগপর্যন্ত বলটা দেখা উচিত।’

এই দুইটি গুণ ছাড়াও একজন আদর্শ উইকেটরক্ষকের আরও একটি গুণ থাকা আবশ্যক বলে মনে করেন পান্ত। তা হলো নিয়ম মেনে চলা এবং টেকনিক নিয়ে কাজ করা। যদিও সবার টেকনিক একরকম থাকে না।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.