শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর সাপের

চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক সাপের বাচ্চাকে কামড় দিয়েছে জান্নাতুল নামে এক শিশু। শিশুটির কামড়ে সাপটি মারা যায়। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে গিয়ে দেখেন খাটের নিচে পড়ে আছে সাপের বাচ্চাটি। শিশুটির কামড়ে সাপের বাচ্চাটির শরীর ক্ষত হয়ে গেছে। আতংকিত হয়ে এরা সাপের বাচ্চাসহ এক বছরের শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন৷ পরে শিশু জান্নাতুল ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়।

শিশুটির মা বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স ১৬ মাস। সকালে চাচাতো ভাইয়ের সাথে ঘরের মধ্যে খেলছিল আমার মেয়ে। খেলার সময় জান্নাতুল খাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা সাপের বাচ্চাকে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরে সাপের বাচ্চাটি মারা যায়। পরে আমার মেয়ে ও সাপটিকে নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাই।

তিনি আরো বলেন, খাটের নিচে সাপের বাচ্চা থাকায় আমরা হতভাক হয়েছি। যদি আমার মেয়েকে কামড় দিত তাহলে বড় কোনো ঘটনা ঘটতে পারতো। আল্লাহপাক আমার মেয়েকে বাঁচাইছেন।

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, মৃত সাপের একটি বাচ্চাসহ শিশু জান্নাতুলকে নিয়ে আসে পরিবারের সদস্যরা। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ওয়ার্ডে পাঠিয়েছি। তবে কি সাপ ছিল সেটা চিহ্নিত করা যায়নি।

আফরিনা ইসলাম জানান, হতে পারে শিশুটি সাপের শ্বাসনালীতে কামড় দিয়েছিল। এ কারনেই মৃত্যু হয়েছে। সাপের নাম চিহ্নিত করা যায়নি। তবে বিষধর সাপের বাচ্চা ছিল এটা নিশ্চিত।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.