১৪ জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

আসন্ন ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে জনশুমারি ও গৃহগণনা। এ দিনটিকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ জন্য তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদানের জন্য আহবান করেছেন। সেই সঙ্গে তিনি সকল সংসদ সদস্যের সহায়তাও চেয়েছেন।

আজ সোমবার সংসদে এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী বলেন, সংসদের সব সদস্যকে তিনি ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন। দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাতদিন একযোগে জনশুমারি ও গৃহগণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

তিনি বলেন, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্বোধনী খামসম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। আর শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.