সীতাকুণ্ডে বিস্ফোরণ: আহতদের ৫০ লাখ টাকা দিলো সাইফ পাওয়ারটেক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড ।

সোমবার (০৬ জুন) সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।

এ সময় তিনি অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ৫০,০০০০০ ( পঞ্চাশ লক্ষ ) টাকার অনুদান ঘোষণা করেন। তিনি বলেন, সাইফ পাওয়ারেটেক লিমিটেড সবসময় জাতির ক্রান্তিলগ্নে দূর্গতদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অর্থসূচক/এমআর/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.