হোয়াইটওয়াশ হলো নেদারল্যান্ডস

সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। শনিবার (৪ জুন) রাতের ম্যাচে জিতে নেদারল্যান্ডসকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স এবং শামরাহ ব্রুকসের অসাধারণ দুটি সেঞ্চুরিতে ২০ রানের জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।

টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩০৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫৮ রানে ওপেনার শাই হোপের উইকেট হারায় তারা। এরপর ১৮৪ রানের জুটি গড়েন মায়ার্স এবং ব্রুকস। সেঞ্চুরি করে ফিরে যান মায়ার্স। তার ব্যাটে আসে ১০৬ বলে ১২০ রান। ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কার মার। মায়ার্সের পর সেঞ্চুরি পান ব্রুকসও। ১১৫ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসটিতে ছিল তিনটি চার ও আটটি ছক্কার মার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি আর কেউই। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯৮ রান তোলে নেদারল্যান্ডস। ৫৪ রানে ফিরে যান বিক্রমজিত সিং। আরেক ইনফর্ম ওপেনার ম্যাক্স ও ডাউদের ব্যাটে আসে ৮৯ রানের ইনিংস। এছাড়া মুসা আহমেদ ৪২ ও বাস ডে লিড ২৫ রান করেন।

ক্যারিবিয়ানদের হয়ে তিন উইকেট নেন শারমন লুইস। দুটি করে উইকেট নেন আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.