নেদারল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, নেদারল্যান্ড যদি রাশিয়ার নিজস্ব মুদ্রার রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে না চায় তাহলে আজ থেকে দেশটিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

গ্যাজপ্রম বলেছে, ৩০ মে ব্যবসায়িক লেনদেনের শেষদিন থাকলেও তারা হল্যান্ডের গাস আমদানিকারক কোম্পানি গ্যাস টেরার কাছ থেকে গ্যাসের দাম পায়নি। এ কারণে গ্যাজপ্রম হল্যান্ডের কোম্পানিকে গ্যাসের সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে। রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে।

এর আগে হল্যান্ডের ওই কোম্পানি গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছে গ্যাজপ্রম এক্সপোর্ট এর কাছে। তারা বলেছে, রুবলে গ্যাসের দাম পরিশোধ করলে পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।

নেদারল্যান্ডসের প্রশাসন জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ গ্যাস মজুত আছে। নেদারল্যান্ডসের গ্যাস কোম্পানি জানিয়েছে, তাদের গ্যাস নেওয়ার জন্য রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাসজপ্রোম যে শর্ত দিয়েছিল, নেদারল্যান্ডসের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। সে কারণেই ৩১ মে থেকে তারা আর গ্যাস নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে রাশিয়া বলেছে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে কেনা তেল এবং গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ, পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.