বিশ্ব শেয়ার সূচকে ঊর্ধ্বগতি

টানা সাত সপ্তাহ পর শুক্রবার ওয়াল স্ট্রিটের শেয়ার সূচকে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল৷ সে কারণে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে৷ সাংহাই, টোকিও, হংকং ও সিডনিতে সূচক বেড়েছে৷

এছাড়া গ্রিনিচ মান সময় সোমবার সকালে এমএসসিআই বেঞ্চমার্ক সূচক বেড়েছে ০.৬ শতাংশ৷ এমএসসিআই (যা আগে মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল নামে পরিচিত ছিল) ২৩টি উন্নত দেশের প্রায় দেড় হাজার কোম্পানির শেয়ারের তথ্য নিয়ে সূচক প্রকাশ করে৷ ফলে বিশ্ব শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে জানতে বিনিয়োগকারীরা এমএসসিআই এর তথ্য ব্যবহার করে থাকেন৷

এছাড়া ইউরোপের ১৭টি দেশের ৬০০ কোম্পানির তথ্যের ভিত্তিতে প্রকাশিত সূচক ‘স্টকস ৬০০’ বেড়েছে ০.৭ শতাংশ৷

আমস্টারডামের শেয়ারবাজার বিশ্লেষক আর্নে পেটিমেজাস বলছেন, মূল্যস্ফীতি সামলাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ জুন ও জুলাই মাসে সুদ হার বাড়ানোর পর নীতি পরিবর্তন করতে পারে৷ এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে মনে করছেন তিনি৷

এছাড়া বুধবার থেকে সাংহাইয়ে লকডাউন শিথিল করার খবরেও বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে৷ চীনের এই শহরটি প্রায় দুই মাস ধরে লকডাউনে আছে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.