ভালো আম্পায়ার হতে পারবে কোহলি-অশ্বিন: সাইমন

টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার অর্জন করা সাইমন টফেল বলেন, বিরাট কোহলি বা রবিচন্দ্রন অশ্বিনরা ভবিষ্যতে ভালো আম্পায়ার হতে পারবেন।

নিউজ নাইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন,‘আম্পায়ারিং করার জন্য আপনার অবশ্যই তীব্র ইচ্ছা ও ব্যক্তিত্ব থাকতে হবে। মর্নে মরকেলসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি আমি, যারা আম্পায়ার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে এটি সবার জন্য নয়।’

তিনি আরও জানান, ‘ভিরেন্দর শেবাগকে আম্পায়ারিংয়ে দেখতে পছন্দ করবো। এমনকি বিরাট কোহলি বা রবিচন্দ্রন অশ্বিনও এই দায়িত্ব নিতে পারে। বর্তমানে খেলাটির সকল আইন ও নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে তাদের।’

আলিম দার, কুমার ধর্মসেনাসহ অনেক সাবেক ক্রিকেটার আম্পায়ার হিসেবেও সফল ক্যারিয়ার গড়েছেন। তেমনি বর্তমান খেলোয়াড়দের মধ্যে অনেকেই আছেন যাদের মধ্যে রয়েছে ভালো আম্পায়ার হওয়ার সম্ভাবনা- এমনটিই মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.