৮ ওভার টিকলেন মুশফিক

ম্যাচ বাঁচানোর আশায় চার উইকেটে ৩৪ রান নিয়ে শেষদিনে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৫০৬ রানে থেমেছে শ্রীলঙ্কা।

দিনের শুরুটা দেখেশুনেই করেছিলেন মুশফিক। এ দিনে আসিথা ফার্নান্দো করা প্রথম দুই ওভার মেইডেন দিয়ে শুরু করেন তিনি। আসিথার করা তৃতীয় ওভারে অবশ্য তিনটি বাউন্ডারি হাঁকান তিনি।

সতর্ক শুরু করেন লিটন দাসও। তবে দিনের ষষ্ঠ ওভারে কাসুন রাজিথার করা শেষ বলে আম্পায়ার কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন লিটনকে। যদিও লিটন রিভিউ নিলে দেখা যায় উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা বাম দিকে ঝাঁপিয়ে যে ক্যাচটি নেন সেটি আসলে লিটনের ব্যাটেই স্পর্শ করেনি।

রিভিউ নিয়ে বেঁচে যান লিটন। এর এক ওভার পর অবশ্য আবারও আঘাত হানেন রাজিথা। লেংথ ডেলিভারিতে মুশফিকের স্টাম্প উড়িয়ে দেন তিনি। ফেরার আগে মুশফিক করেন ৩৯ বলে ২৩ রান।

উইকেটে আছেন লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.