শূন্য রানে ফিরলেন তামিম-মুমিনুল

ঢাকা টেস্টের চতুর্থ দিন ৫ উইকেটে ২৮২ রান করা শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৫০৫ রান করে অল আউট হয়েছে। দলটির হয়ে সর্বোচ্চ ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এ ছাড়া অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমালের ব্যাট থেকে এসেছে ১২৪ রানের ইনিংস। এই দুজনের ব্যাটে ভর করেই ১৪১ রানের লিড নিয়েছে লঙ্কানরা।

পিছিয়ে থেকে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়েছে টাইগাররা। কোনো রান না করা তামিম আসিথা ফার্নান্দোর বেরিয়ে যাওয়া বল তাড়া করতে গিয়ে স্লিপে সাবস্টিটিউট ফিল্ডার কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়েছে।

খানিক বাদে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। এরপর মুমিনুলকেও থিতু হতে দেননি কাসুন রাজিথা। লঙ্কান এই পেসারের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসে ৯ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে কোনো রানই যোগ করতে পারেননি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.