ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আজাদি মার্চ চলাকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান আদালত অবমাননার করেছেন বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন সরকার। আগাম সুষ্ঠু নির্বাচন প্রদানের লক্ষ্যে ইমরান খান ইসলামাবাদে সমাবেশের ডাক দিলে এর বিরোধিতা করেন দেশটির কেন্দ্রীয় সরকার।

এ নিয়ে বৃহস্পতিবার (২৬ মে) একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। খবর জিও নিউজের

জানা যায়, এর আগে দেশটির সর্বোচ্চ আদালত রেড জোন ডি-চকে সমাবেশ না করার নির্দেশনা দেয়। কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সে নির্দেশ অমান্য করে সেখানে সমাবেশ করার ঘোষণা দেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য গ্রহণ করেছে ও ঘটনার তদন্তে একটি বেঞ্চ গঠন করেছে।

এদিকে রাজধানী ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন ইমরান খান। এ সময় তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে সরকারকে ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায়, তিনি সবাইকে সঙ্গে নিয়ে রাজধানী দখল করবেন বলে সতর্ক করেছেন।

এর আগে গতকাল (২৫ মে) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে রাজধানীর এইচ-৯ ও জি-৯ এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্ট সরকারের প্রতি নির্দেশনা জারি করে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.