স্বাস্থ্য বিভাগে ২ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক মন্দা। গত কয়েক মাসে টানা লোডশেডিং ও ভয়াবহ খাদ্য সঙ্কট, জ্বালানি ও ঔষধ সঙ্কটে দেশটির অবস্থা বেশ করুণ। এর ফলে দেশটির ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে।

এমন অবস্থায় শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগে ২ মিলিয়ন ইউএস অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত প্রয়োজনীয় ঔষধ আমদানির জন্য এই অর্থ অনুদান দিচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ২ মিলিয়ন ডলারের মধ্যে ‘লেডি রাইজওয়ে হসপিটাল ফর চিলড্রেনের’ জন্য খরচা করা হবে। আর বাকি এক মিলিয়ন ডলার খরচা করা হবে ‘দ্য ন্যাশনাল ক্যান্সার হসপিটালের’ জন্য।

এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ড শাম্মি সিলভা বলেছেন, ‘দেশের প্রয়োজনের সময় এই মুহূর্তে অনুদান দিতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট খুবই আনন্দিত এবং এই কঠিন সময় কাটিয়ে উঠতে আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করব।’

এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের এক্সিকিউটিভ কমিটি ২৪ মে এই অনুদানের অনুমোদন দিয়েছে। দ্রুতই এই অনুদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.