ট্রেনের ধাক্কায় নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পিকআপ চালক মো. মৃদুল হোসেন (২২), তার সহযোগী জাকির হোসেন (২০) ও অজ্ঞাত (৩৫)।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এদিন সকাল ১১টার দিকে উপজেলার নলছাটা এলাকায় একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। একটি পিকআপ ভ্যান রেলক্রসিং পার হওয়ায় সময় প্রভাতী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাগরী এলাকা থেকে একজন ব্যবসায়ী পিকআপে করে তাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পিকআপটি নলছাটা এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলো। এসময় কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখী এগারসিন্ধুর প্রভাতী যাত্রীবাহী ট্রেন পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে প্রায় এককিলোমিটর দুরে গিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.