বিডি ফাইন্যান্সের স্টক ডিভিডেন্ডে সম্মতি কমিশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফাইন্যান্স) ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য ঘোষিত ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে কোম্পানিটি জানিয়েছে, এই ডিভিডেন্ড নির্ধারণে আগামী ২৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড ইস্যু করতে পারবে না। তাই স্টক ডিভিডেন্ড ঘোষণার পর প্রতিটি কোম্পানিকে তা অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করতে হয়।

সেই অনুযায়ী বিএসইসির কাছে গত ১৬ ফেব্রুয়ারি স্টক ডিভিডেন্ড বিতরণের অনুমোদন চেয়ে আবেদন করেছিল কোম্পানিটি। যাতে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.