জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি দিবে যমুনা ব্যাংক ফাউন্ডেশন

আর্থিকভাবে অস্বচ্ছল জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।

জানা গেছে, ফাউন্ডেশনটি আর্থিক ব্যবস্থাপনায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং যমুনা ব্যাংক লিমিটেডে কর্মরত নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা ২০২০-২১ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে (প্রতিবন্ধীদের ক্ষেত্রে উত্তীর্ণ) তাদেরকে অনুপ্রানিত ও উৎসাহিত করার লক্ষ্যে বৃত্তি এ বৃত্তি দেওয়া হবে।

এ জন্য শিক্ষার্থীদেরকে পাসপোর্ট সাইজের ১ কপি ছবি এবং মার্কশিটসহ নামের তালিকা আগামী ৩১ মে তারিখের মধ্যে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং অপারেশন ডিভিশনে হার্ডকপি জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও নির্ধারিত সময়ের মাঝে ব্যাংকটির ই-মেইল এড্রেসে ([email protected]) সফটকপি প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৯৯৯৯৭১৭৮ নাম্বারে যোগাযোগ করা যাবে ।

অর্থসূচক/এইচডি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.