ফার্নান্দোকেও ফেরালেন নাঈম

ঘরের মাঠে প্রায় সাড়ে পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে মুমিনুল হকের দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। শুরুতে ব্যাটিং করতে নেমে দেখে শুনে শুরু করেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে এবং ওশানে ফার্নান্দো। এদিন দুই প্রান্ত থেকেই পেসার দিয়ে বোলিং আক্রমণ শুরু করলেও বাংলাদেশ প্রথম সাফল্য পায় স্পিনারের হাত ধরে।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে করুনারত্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম হাসান। লঙ্কান অধিনায়ক ৯ রান করে সাজঘরে ফিরেছেন।

করুনারত্নে দ্রুত ফিরলেও আরেক ওপেনার ফার্নান্দো দারুণ ব্যাটিং করেছেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৬ রান করা এই তরুণ ওপেনারকে সাজঘরে ফিরিয়ে লঙ্কান শিবিরে আবারও আঘাত হেনেছেন নাঈম। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে শ্রীলঙ্কা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.