গম রফতানি নিষিদ্ধ করলো ভারত

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তাত্ক্ষণিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। তবে গতকাল বা তার আগে রপ্তানির জন্য অনুমোদিত গম শুধু চালানের অনুমতি দেওয়া হবে। বলে জানিয়েছে দেশটির সরকার। খরব- এনডিটিভির

শনিবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তবে সরকার অন্যান্য দেশের অনুরোধে রপ্তানির অনুমতি দেবে। দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা পরিচালনা এবং প্রতিবেশী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদা পূরণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে কৃষ্ণ সাগর অঞ্চল থেকে রপ্তানি কমে যাওয়ায় গম সরবরাহের জন্য বিশ্বব্যাপী ক্রেতারা ভারতের দিকে ঝুঁকতে থাকে।

মার্চ মাসে তাপপ্রবাহের কারণে বিপুল ফসলের ক্ষতির পর গম রপ্তানি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এপ্রিলে ৭ দশমিক ৭৯ শতাংশ বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য সরকারও চাপের মধ্যে রয়েছে।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.