আইসিবির জিএম পদে উন্নীত হয়েছেন জাকের হোসেন

অর্থমন্ত্রণালয় ও আইসিবির ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের সাথে যুক্ত মোহাম্মদ জাকের হোসেনকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে মহাব্যবস্থাপক পদে উন্নীত করা হয়।

এর আগে, তিনি আইসিবির ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের পক্ষে কাজ করেন। এছাড়া তিনি অর্থ মন্ত্রণালয়ের ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট ইজিসিআই, আইসিবির সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডসহ আইসিবির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) ও এম.কম (মাস্টার্স) এবং আইবিবি হতে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন। তিনি স্থানীয় প্রশিক্ষণের পাশাপাশি তুরস্ক হতে বৈদেশিক প্রশিক্ষণও গ্রহণ করেছেন। তিনি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার অন্তর্গত আলামপুর গ্রামের মরহুম আব্দুল মালেক ও মরহুমা রেজিয়া বেগমের দ্বিতীয় পুত্র।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.