সরবরাহ বাড়ায় কমেছে ধানের দাম

সরবরাহ বেড়ে যাওয়ায় নওগাঁর হাটগুলোয় কমেছে ধানের দাম। জানাগেছে নওগাঁর সরস্বতীপুর হাটে এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম কমেছে ৫০ থেকে ৭০ টাকা।

তবে ধানের দাম হঠাৎ করে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে শ্রমিক সংকটে মাঠ থেকে ফসল তুলতে পারছেন না তারা।

বিক্রির জন্য ভোরের আলো ফুটতেই নওগাঁর সরস্বতীপুর হাটে ধান নিয়ে আসেন চাষিরা। বেলা বাড়ার সঙ্গে জমে উঠে বেচাকেনা।

গত কদিনের ‍তুলনায় এ হাটে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে ধানের দাম কমেছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত। সাধারণ কৃষকরা বলছেন, প্রাকৃতিক বালাইয়ের কারণে এবার মাঠ থেকে ধান তুলতে বেড়েছে খরচ। তার ওপর দাম কমায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

জানা গেছে এ হাটে মোটা জাতের ধান ৮৫০-৮৭০ টাকা আর সরু জাতের লম্বা জিরা কাটারিভোগ ও মিনিকেট ধান জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে।

গত মৌসুমে কাটারিভোগ মণপ্রতি ছিল ১ হাজার ১২০ টাকা, মিনিকেট ১ হাজার ৫০ টাকা ও লম্বা জিরা ধান ১ হাজার ১৫০ টাকা।

জেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যেখান থেকে প্রায় ১২ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.