মাথাপিছু আয় ২ হাজার ৮২৫ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%

২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির সাময়িক হার দাঁড়িয়েছে ৭.২৫ শতাংশ। সেই সাথে চলতি অর্থবছরের মাথাপিছু আয় দাঁড়াবে ২,৮২৪ মার্কিন ডলার বা ২৪১,৪৭০ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সাময়িক হিসাবে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রাপ্যতার সাপেক্ষে গত ৬/৭ মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২১-২২ অর্থবছরের জিডিপির এ সাময়িক হিসাব প্রস্তুত করা হয়েছে।

বিবিএসের হিসাবে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে জিডিপির সার্বিক বিবেচনায় কৃষি খাতের প্রবৃদ্ধি শতকরা ২.২০%, শিল্প খাতে ১২.৩১% ও সেবা খাতে ৮.৭২% প্রাক্কলন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল শতকরা ৬.৯৪ ভাগ এবং মাথাপিছু আয় ছিল ২১৯,৭৩৮ টাকা বা ২৫৯১ মার্কিন ডলার।

করোনার মধ্যে গত অর্থবছরের ৭ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদসহ বিশ্লেষকদের মধ্যে ছিল ব্যাপক সংশয়। সেই সংশয়ের মধ্যেই সাময়িক হিসাবে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সোয়া ৭ শতাংশ হয়েছে বলে আজ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.