চেন্নাই প্লে অফে না গেলে পৃথিবী শেষ হয়ে যাবে না: ধোনি

গত ৮ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৯১ রানের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। তারপরও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এসব নিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খুব একটা ভাবতে চান না।

আইপিএলের ২০২০ মৌসুম বাদে বাকি সব আসরেই প্লে-অফ খেলেছে চেন্নাই। আইপিএল শিরোপা তারা ঘরে তুলেছে চারবার। তবে চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের এবারের মৌসুমের শুরুটা ভালো হয়নি। প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে তারা। যদিও সাম্প্রতিক সময়ে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে, তারপরও তাদের প্লে-অফ খেলার সম্ভাবনা ক্ষীণ।

দিল্লির বিপক্ষে বড় জয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে চেন্নাই। তবে ধোনি বলছেন ভিন্ন কথা। চেন্নাই অধিনায়কের বলেন, ‘এটা ভালো হতো যদি শুরুর দিকে এভাবে জিততাম। এটা পারফেক্ট ম্যাচ ছিল। যদি আমরা প্লে-অফ খেলতে পারি, ভালো। তবে যদি না পারি, তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে না।’

চেন্নাইয়ের বাকি ম্যাচগুলো তো জিততে হবেই। এমনকি অন্যান্য ম্যাচের ফলাফলগুলো তাদের পক্ষে আসতে হবে। এই ব্যাপারে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি অঙ্কের বড় ভক্ত না। এমনকি স্কুলেও অঙ্কে ভালো ছিলাম না। নেট রানরেটের চিন্তা করে কোনো কিছুই হবে না। আপনি শুধু আইপিএল উপভোগ করবেন। যখন ভিন্ন দুটো দল খেলে,আপনি চাপের মধ্যে থেকে চিন্তা করতে চাইবেন না। পরের ম্যাচে কি করতে হবে আপনাকে শুধু এটাই ভাবতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.