১০ ঘণ্টা পর ঢাকা ও সিলেট রুটে রেল যোগাযোগ চালু

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ষ্টেশনে একটি মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার তৎপরতা শেষে দুপুরের দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।

রাজাপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রিফাতুল ইসলাম বলেন, ‘উদ্ধার তৎপরতা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে কুমিল্লা থেকে উপকূল এক্সপ্রেস ঢাকার দিকে ছেড়ে যায়। প্রায় একই সময়ে আখাউড়া থেকে চট্টগ্রামের দিকে যায় তূর্ণা নিশীথা।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.