ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন মঙ্গলবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানানো হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাসের আওতাধীন এলাকার মধ্যে আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই কারণে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডির কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানিয়েছে তিতাস।

পিজিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ৩০ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের অধিক্ষেত্রাধীন এলাকায় ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.