‘নিরাপদ-নিরবিচ্ছিন্ন হচ্ছে এবারের ঈদযাত্রা’

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও নিরবচ্ছিন্ন ঈদযাত্রা হচ্ছে এ বছর। প্রতিটি ট্রেনই সময় মতো স্টেশন ছেড়ে যাচ্ছে। তবে কয়েকটি ট্রেন ২০ থেকে ৪০ মিনিটে দেরিতে ছেড়ে গেছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলে না। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, সময়মতো ট্রেন ছাড়া নিয়ে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

শনিবার (৩০ এপ্রিল) নিজ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ মাসুদ সারওয়ার আরও বলেন, আমাদের যাত্রীরা যেন নিরাপদ, নির্বিঘ্নে, দুর্ঘটনামুক্ত এবং ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সেটাই ছিল লক্ষ্য। এটা বাস্তবায়নে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত থেকে মনিটরিং করছেন। এর ফলে এবার আমরা স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। এ কারণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। ট্রেনে বাড়তি কোচের প্রয়োজন হলে তখন তা সংযোজনেট ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজ (শনিবার) দুটি ঈদ স্পেশাল ট্রেন, ৩৯ জোড়া আন্তঃনগরসহ ১২২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত ১৬টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং সেগুলো যথাসময়েই ছেড়েছে। একটি ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত আছে। সে হিসাবে আমাদের কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি চলছে।

ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.