সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৮১৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৪৩  হাজার ১৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৮৪ লাখ টাকা।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ৪৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য  ১৬০ কোটি ৪০ লাখ  টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোরটস, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতি ইন্স্যুরেন্স ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.