ব্যাংকে নগদ টাকা তোলার হিড়িক

আগামী ২ বা ৩ মে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর টানা ছয় দিনের ছুটি। তাই ঈদের আগে প্রয়োজনীয় টাকা উঠিয়ে রাখতে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক লেগেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সেখানে দেখা গেছে, টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি হচ্ছে।

সকাল থেকেই ব্যাংকগুলোর ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে। এদিকে অতিরিক্ত গ্রাহকের উপস্থিতির কারণে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকেই গ্রাহকের অনেক চাপ। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। তাই গ্রাহকরা তাদের প্রয়োজনীয় টাকা তুলে রাখছে। ব্যাংকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। গ্রাহকের বাড়তি চাপ সামলানোর জন্য ব্যাংকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে।

মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসের সামনে গ্রাহকের দীর্ঘ লাইন দেখা যায়। সেখানকার কর্মকর্তারা বলেন, ঈদের আগে শেষ কর্মদিবস। তাই গ্রাহকের চাপ বেশি। সকাল থেকে গ্রাহক অনেকের ভিড়। জমার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। গ্রাহকের বাড়তি চাপ সামলাতে কর্মীরা হিমশিম খাচ্ছে।

মতিঝিলে রূপালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকা মাহমুদা আক্তার বলেন, ঈদের আগে আজই শেষ কর্মদিবস। তাই ঈদের খরচের জন্য প্রয়োজনীয় টাকা তুলে রাখছি। একই লাইনে দাঁড়ানো সোহেল জানান, ঈদের আগে আর ব্যাংক খুলবে না। ব্যাংক খুলবে ঈদের দু-তিনদিন পর। এদিকে, হাসপাতালে আমার বাবার চিকিৎসা চলছে। তাই প্রয়োজনীয় টাকা তুলতে এসেছি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা তুলতে পারিনি।

এদিকে, সারাদেশে আগামী শনিবারও ব্যাংক খোলা রাখার নির্দেশ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আজ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে সীমিত লোকবল নিয়ে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। শনিবার ব্যাংক লেনদেন হবে সাড়ে ৯ টা থেকে ১ টা পর্যন্ত। ব্যাংক খোলা বেলা আড়াইটা পর্যন্ত। এ ছাড়া, আগামীকাল শুক্রবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক লেনদেন চলবে সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত। আর ব্যাংক খোলা ৩ টা পর্যন্ত।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.