এবার কোকাকোলা কিনতে চান ইলন মাস্ক

টুইটারের পর এবার জনপ্রিয় বহুজাতিক পানীয় কোম্পানি কোকা কোলা কিনতে আগ্রহ প্রকাশ করেছে্ন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। খবরে এনডিটিভির

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) টুইটারে এই পোস্ট করলে চারদিকে হৈ-চৈ শুরু হয়ে যায়। কারণ ৪৪ বিলিয়ন ডলারে টুইটার ক্রয়ের ঘোষণার পর টেসলার শেয়ার দর পতনের মধ্যেই বিশ্বের শীর্ষ এই ধনকুবের কোকো কোলাকে কেনার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, কোকা কোলা কিনতে চেয়ে ইলন মাস্কের করা টুইটটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষাধিক মানুষ। সেখানে অনুসারীদের কারও কারও মন্তব্যের উত্তরও দিয়েছেন তিনি।

মাস্ক জানিয়েছেন, কোকা কোলা কিনতে চান কারণ কোকা-কোলাকে পুনরায় কোকেইনে ( Cocaine) ফিরে আনতে চান তিনি! চাঞ্চল্যকর এ তথ্যের জন্যই ভাইরাল হয়েছে টুইটটি।

মজার বিষয় হচ্ছে, টুইটার ক্রয়ের পুরো টাকাই নগদে পরিশোধ করবেন বলে জানিয়েছেন মাস্ক। যদিও পুরো অর্থ (৪৪ বিলিয়ন ডলার) তিনি কিভাবে পরিশোধ করবেন তা এখনও রহস্যময়! সেখানে কোকা-কোলার বাজার মূল্য ২৮৪ বিলিয়ন ডলার।

অর্থসূচক/এইচডি/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.