মিরাজ আন্ডাররেটেড ক্রিকেটার: তামিম

যুব দলে অলরাউন্ডার হিসেবে সুনাম কুড়ালেও জাতীয় দলে মেহেদি হাসান মিরাজের শুরুটা হয়েছিল শুধুমাত্র বোলার হিসেবে। ক্যারিয়ারের বেশ কয়েকটা বছরে কেটে গেছে বোলার হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে উন্নতি করেছেন মিরাজ।

ওয়ানডেতে আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে আটে রয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের বোলিং র‌্যাঙ্কিং নিয়ে কেউ কথা বলে না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, ‘আমি মনে করি মিরাজ আমাদের ওয়ানডের সেরা খেলোয়াড়দের একজন। ক্রিকেটার হিসেবে সে খুবই আন্ডার-রেটেড। আমার মনে হয় সে বিশ্বের তিন কিংবা চার নম্বর (অষ্টম) বোলার। এটা নিয়ে কেউ কথা বলে না। শুধু পারফরম্যান্সই না সে মাঠে দারুণ আবহ তৈরি। সে কোনো কিছুতে কখনও না করে না।’

মিরাজের ব্যাটিংয়ের উন্নতির প্রশংসা করেছেন তামিম। জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে অবিছিন্ন ১৭৪ রানের জুটি গড়ার নিজে খেলেছিলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।

ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘সে ভিন্ন এক চরিত্রের। সে এমন কিছু বলবে যা লোকেরা গুরুত্ব সহকারে নেবে না। কিন্তু দলে আপনি সেই ধরনের চরিত্র চান। ব্যাটার হিসেবে সে উন্নতি করেছে। সে যদি আরও ভালো করতে পারে তাহলে সে এবং সাকিব মিলে আমাদের দলকে আরও বুস্টআপ করবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.