রাইডুর ঝড়ো ইনিংসের পরও হারল চেন্নাই

ব্যাটিং বান্ধব উইকেটে শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল পাঞ্জাব কিংস। বড় লক্ষ্য তাড়ায় আম্বাতি রাইডুর ৭৮ রানের ইনিংসের পরও জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। শেষ ওভারের লড়াইয়ে চেন্নাইকে ১১ রানে হারিয়েছে পাঞ্জাব।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করতে পারেনি চেন্নাই। দলীয় মাদ্র ১০ রানের সম সাজঘরে ফেরেন দারুণ ছন্দে থাকা রবিন উথাপ্পা। সন্দীপ শর্মার বলে রিশি ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফেরেন ১ রান করা উথাপ্পা। তিনে নেমে দ্রুতই আউট হয়েছেন মিচেল স্যান্টনার। আর্শদীপ সিংয়ের বলে বোল্ড হয়েছেন ১৫ বলে ৯ রান করা স্যান্টনার। ইনিংস বড় করতে পারেননি শিভম দুবেও। রিশির বলে বোল্ড আউট হওয়া দুবে এদিন সাজঘরে ফেরেন ৭ বলে ৮ রান করে।

ওপেনিংয়ে নেমে থিতু হলেও দ্রুত রান তুলতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। কাগিসো রাবাদার বলে আউট হওয়া রুতুরাজের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। তাদের আসা যাওয়ার মাঝে চেন্নাইকে একাই টানে রাইডু। জাদেজাকে সঙ্গে নিয়ে গড়েন ৬৪ রানের জুটি। মাত্র ৩৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলা রাইডু ফিরলে ভাঙে তাদের জুটি। শেষ দিকে জাদেজা ২১ রান এবং মহেন্দ্র সিং ধোনি ৮ বলে ১২ রান করলেও চেন্নাইয়ের জয় পাওয়া হয়নি।

এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। দলটির হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন ধাওয়ান। এ ছাড়া ভানুকা রাজাপাকশে ৪২ এবং লিয়াম লিভিংস্টোন করেছেন ৭ বলে ১৯ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.