নিজেকেও কাঠগড়ায় রাখছেন রোহিত

এবারের আসরে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সবকটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে তারা। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই চাপে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে দায় এড়িয়ে যাচ্ছেন না তিনি।

গতকাল লক্ষ্নৌ সুপার জায়ান্টসের কাছে ৩৬ রানে হারে মুম্বাই। লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ১৬৮ রান তোলে লক্ষ্নৌ। জবাবে মুম্বাইয়ের ব্যাটাররা বরাবরের মতই ব্যর্থ হয়। অধিনায়ক রোহিত নিজেও তেমন কিছু করতে পারেননি।

৩১ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত। ব্যর্থতার দায়ভার নিজ কাঁধে তুলে নেন মুম্বাই দলপতি। এবারের আসরের প্লে অফ পর্ব থেকে এখনই ছিটকে পড়ায় হতাশ মুম্বাইকে পাঁচবার শিরোপা জেতানো রোহিত।

তিনি বলেন, ‘লক্ষ্য যখন এই ধরনের থাকে, জুটি গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। আমরা তা করতে পারিনি এবং কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি, আমিও নিজেও সেখানে আছি। প্রয়োজনীয় মোমেন্টামই আমরা পাইনি। গোটা টুর্নামেন্টেই আমরা যথেষ্ট ভালো ব্যাট করিনি। পুরো ব্যাপারটিই (দলের ব্যর্থতার দায়) ব্যাটিং ইউনিটের ওপর বর্তায়। মাঠে যে নামে, দায়িত্ব তাকেই নিতে হয়। অন্তত একজন ব্যাটসম্যানকে লম্বা ইনিংস খেলতে হয়। টুর্নামেন্টে আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আমাদের কোনো ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলতে পারেনি, অন্য দলের ব্যাটসম্যানরা যা পেরেছে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন পরিস্থিতি যেমনই হোক, একজনকে লম্বা সময় ব্যাটিং করতেই হবে।’

আইপিএলে মুম্বাইয়ের পরবর্তী ম্যাচে রাজস্থানের বিপক্ষে। ৩০ এপ্রিল ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমীতে মুখোমুখি হবে দুটি দল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.