ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে আহত ৪ জন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের মেট্রোপলিটন এলাকায় এক অজ্ঞাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ৪জন আহত হয় এবং বন্দুকধারী নিজেও আত্মঘাতী হন। শুক্রবার (২২ এপ্রিল) একটি স্কুলের সামনে এ ঘটনাটি ঘটেছে।

সিএনএন সূত্রে জানা গেছে, আহত চারজনকেই হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ১জন বালিকা, ১জন মহিলা, ২ জন পুরুষ। ওয়াশিংটন ডিসির এসিস্ট্যান্ট পুলিশ অফিসার এমারম্যান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে তারা একজনকে চিহ্নিত করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম রেমন্ড স্পেনসার। তার বয়স ২৩ বছর। পরে রেমন্ড স্পেন্সার নামেই একজন ভিডিওটি ইন্টারনেটে ছাড়ে। পুলিশ সেই ব্যক্তিটির সাথে যোগাযোগ করছে, সে এই হামলার সাথে জড়িত আছে কি-না তা জানার চেষ্টা করছে।

পুলিশের দাবি, রেমন্ড সেখানেই আত্মঘাতী হন। ঘটনাস্থলের পাশের এক অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে পুলিশ ৬টি আগ্নেয়াস্ত্র রাইফেল,কয়েক রাউন্ড বুলেট উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, হামলাকারীর উদ্দেশ্য ছিল সেখানকার লোকজনদের ওপর হামলা করা। তবে এখনো তদন্ত চলছে। হামলাকারী একজনই ছিলেন বলে জানান পুলিশ।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.