পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ১৭ এপ্রিল, রোববার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বশেষ বছরের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি-র চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার। এছাড়া ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড এবং বাংলাদেশ সরকার মনোনীত অন্যান্য পরিচালকগণও এতে অংশ নিয়েছিলেন। অন্যান্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম; কোম্পানি সচিব সামিউল হাশিম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.