৬ ছক্কার ইনিংস খেলে ২০১৩ আইপিএলে ফিরলেন মিলার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলে দল জিতিয়েছেন ডেভিড মিলার। ৫১ বলে করা অপরাজিত ৯৪ রানের ইনিংসটি তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ২০১৩ সালের আইপিএলে।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানেই তিন উইকেট হারায় গুজরাট টাইটান্স। তখনই উইকেটে আসেন মিলার। শুরুতে দেখেশুনে খেললেও পরবর্তীতে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কার মার। এই ইনিংসে ২০১৩ সালের স্মৃতি রোমন্থন করছেন মিলার। তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে (বর্তমান পাঞ্জাব কিংস) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ঝড়ো এক ইনিংস খেলেছিলেন তিনি।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটির পর তিনি বলেন, ‘আমি আমার ফিটনেস নিয়ে কাজ করেছি। তাই এই সফলতা। এটা আমাকে স্মৃতিকাতর (২০১৩ সালের সেই ইনিংস) করে দিচ্ছে। আমি আগে এভাবেই খেলতাম। যখন রান রেট বেশি থাকবে তখন বল দেখো এবং মারতে থাকো। আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইছিলাম। আজ আমি সফল হতে পেরেছি। ১৬ রানের মধ্যে তিন উইকেট পড়ে যাওয়ায় আমি এই সুযোগ পেয়েছি। এমন ইনিংস সচরাচর খেলা হবে না, তবে যখন নতুন বলে খেলা হবে তখন কিছুটা সাহায্য পাওয়া যাবে।’

বেঙ্গালুরুর বিপক্ষে খেলা মিলারের সেই ইনিংসটি আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। মাঝের কয়েক আইপিএলে আশা জাগিয়েও হতাশ করেছেন তিনি। মাঝেমধ্যে ক্যামিও খেলেছেন, তবে সেভাবে নজর কেড়ে নিতে পারেননি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.