সব দল নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্র বিকশিত হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সব দল নির্বাচনে অংশ না নিলে প্রতিদ্বন্দ্বিতা হবে না। গণতন্ত্র বিকশিত হবে না।’

আজ সোমবার ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে সমাপনী বক্তব্যে এ কথা বলেন সিইসি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করা সিইসি হাবিবুল আউয়াল আরও বলেন, ‘কেউ নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটা ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আহ্বান করা।’

এর আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে ৩ দফা সংলাপে বসে নির্বাচন কমিশন।

আজ চতুর্থ ধাপের ধাপের সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। তবে সংলাপে উপস্থিত হন ২৬ জন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.